অভিবাসী শ্রমিকরা এখন বিনামূল্যে আইনী পরামর্শ পেতে পারেন। সিঙ্গাপুরের আইনী সমিতি ও অভিবাসী শ্রমিক সেন্টার (MWC) যৌথ উদ্যোগে প্রো বোনো সার্ভিস অফিস এই ক্লিনিকটি সংগঠিত হয়েছে।
প্রো বোনো আইনী পরামর্শ প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবারে আমাদের সেরাঙ্গুন অফিসে অনুষ্ঠিত হয়ে থাকে। শুধুমাত্র ওয়ার্ক পাস এবং এস পাস ধারণকারী কর্মীদের জন্য এই ক্লিনিকের সহায়তা নিতে পারবেন।
বিনামূল্যে আইনী পরামর্শর জন্য নিচের ফর্মটি জমা দিন এবং আমাদের কর্মকর্তাগণ শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন।
স্থান: ৫৭৯, সেরাঙ্গুন রোড, সিঙ্গাপুর ২১৮১৯৩
সময়: দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত
টেলিফোন: ৬৫ (৬৫৩৬ ২৬৯২)